শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবল বন্ধের প্রস্তাব ফিফার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৬:৫৬ পিএম

করোনাভাইরাসের কারণে মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত সব ধরনের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বন্ধ করে দেবার বিষয়ে সুপারিশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। কিছু কিছু ম্যাচ বন্ধের ঘোষণা আসলেও পুরোপুরি বন্ধের কোন বার্তা এখনো ফিফা থেকে দেয়া হয়নি।

তবে মার্চ-এপ্রিলে ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছেড়ে দেবার ব্যপারে আপত্তি জানাতে পারে বলে ফিফা মত দিয়েছে। ফিফা আরো জানিয়েছে, ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাতিল হয়ে যাওয়া ম্যাচগুলোর তারিখ পুনঃনির্ধারণে তারা কাজ শুরু করেছে।

সাধারণত জাতীয় দলের জন্য ক্লাবগুলোর ক্ষেত্রে খেলোয়াড়দের ছেড়ে দেবার আইন রয়েছে। তবে এই আইন সাময়িক ভাবে শিথিল করা হয়েছে বলে ফিফা সূত্র নিশ্চিত করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন