শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১১ প্রবাসী গোপালগঞ্জে হোম কোয়ারেন্টিনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৫ এএম

বিভিন্ন দেশ থেকে ফেরা গোপালগঞ্জের ১১ প্রবাসীকে করোনাভাইরাস ঝুঁকি বিবেচনায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গোপালগঞ্জের ৪টি উপজেলার ১১জন ব্যাক্তি কয়দিন আগে সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, ইতালি ও চীন থেকে ফিরেছেন।
বিদেশ থেকে আসা ১১ জনের মধ্যে, ৩ জনের বাড়ী টুঙ্গিপাড়ায়, ২ জনের বাড়ী মুকসুদপুরে, ৩ জনের বাড়ী কাশিয়ানীতে ও ৩ জনের বাড়ী কোটালীপাড়া উপজেলায়।
বিদেশ থেকে আসা এই ১১ জনকেই সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তারা কেউ-ই এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হননি।
শনিবার থেকে তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তারা এখন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। স্বাস্থ্য কর্মীরা নিয়মিত তাদের স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। তারা সকলেই আমাদের কঠোর নজরদারিতে আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন