রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

থমথমে পরিস্থিতি পর্তুগালে

করোনাভাইরাস, পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনা প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণার পর থেকেই পর্তুগাল ও স্পেনে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। শনিবার পর্যন্ত পর্তুগালে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন আর স্পেনে মারা গেছেন ১৯৫ জন। সরকারের ডাকে সাড়া দিয়ে নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরে থাকছেন দুদেশের নাগরিকরা। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণার পর থেকেই পুরো পর্তুগাল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে দেড় শতাধিকেরও বেশি মানুষ। এছাড়া পর্যবেক্ষণে আছেন কয়েক হাজার নাগরিক। সরকারের ডাকে সারা দিয়ে প্রয়োজন ছাড়া কোন নাগরিক ঘর থেকে বের হচ্ছেন না। এছাড়া গণপরিবহণ ব্যবস্থাও নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুখোমুখি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জরুরী অবস্থা ঘোষণার মাধ্যমে এই অবস্থা মোকাবেলার চেষ্টা চালাচ্ছে পর্তুগাল সরকার। এদিকে স্পেনেও চলছে জরুরী অবস্থা। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন