রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এস্পানিওলের ৬ ফুটবলার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৪:২০ পিএম

লা লিগার ক্লাব এস্পানিওলের ছয় জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবার মধ্যে হালকা লক্ষণ দেখা দিয়েছে এবং প্রত্যেকে চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন বলে গতকাল (মঙ্গলবার) ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

একই দিনে স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়া জানায়, তাদের দলের ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

বিশ্বজুড়ে এই কভিড-১৯ ভাইরাসের কারণে গত বৃহস্পতিবার দুই সপ্তাহের জন্য লা লিগা বন্ধ রাখার ঘোষণা দেয় স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। এদিকে স্প্যানিশ পত্রিকা এল মুন্দোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী লরেঞ্জো সানচেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতালির পর নভেল করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ স্পেন। সবশেষ খবর অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪০৯ জন, মারা গেছে ৫১০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন