জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে মুজিব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (১৮ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান নিলুফার জাফরউল্লাহ, পরিচালনা পরিষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, পরিচালক ওমর জাফর কে নিয়ে ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে মুজিব কর্নারটি উদ্ধোধন করেন। এ সময় অরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যাস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাসুমসহ প্রধান কার্যালয়ের উধর্বতন নির্বাহীরা।মিডল্যান্ড ব্যাংক লিমিটেড তার প্রধান কার্যালয় ছাড়াও ফরিদপুরের ভাংগায় অবস্থিত ব্যাংকের মালিগ্রাম শাখায় আরো একটি মুজিব কর্নার স্থাপন করে। উল্লেখ্য যে, মুজিব কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিসহ বঙ্গবন্ধু এবং স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও প্রকাশনা সংরক্ষিত থাকবে।
মন্তব্য করুন