সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনাআতঙ্ক : খেলতে অস্বীকৃতি জানিয়ে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল ওবি মিকেলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৬:১৫ পিএম | আপডেট : ৬:১৬ পিএম, ১৮ মার্চ, ২০২০

করোনা আতঙ্কে ইউরোপে ফুটবলের বড় লিগগুলো বন্ধ হয়ে গেছে। যদিও তুরস্কে এই অবস্থায়ও ফাঁকা গ্যালারিতে চলছে ফুটবল। তবে এই আতঙ্ক নিয়ে ফুটবল চালিয়ে যেতে চাননি সাবেক নাইজেরিয়া অধিনায়ক ও সাবেক চেলসি মিডফিল্ডার জন ওবি মিকেল। অস্বীকৃতি জানানোর পর তার ক্লাব ত্রাবজোনস্পরের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল হয়ে গেছে তার।

পরশু তুরস্কের ক্লাবটির সঙ্গে ওবি মিকেলের ২ বছরের চুক্তি মেয়াদ বাতিল হয়েছে। ৩২ বছর বয়সী এই ফুটবলার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন পুরো ব্যাপারটি। জানিয়েছেন, করোনাভাইরসের প্রকোপ না কমা পর্যন্ত এর ভেতর ফুটবল খেলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না, ‘জন ওবি মিকেলের সঙ্গে আমাদের পেশাদার চুক্তি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাতিল করা হয়েছে। মেয়াদের বাকি সময়ে যে সুযোগ-সুবিধাগুলো তার পাওয়ার কথা ছিল সেসবের দাবিও তিনি ছেড়ে দিয়েছেন।’

ওবি মিকেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জীবন ফুটবলের চেয়ে অনেক দামী। আমি এই অবস্থার ভেতর ফুটবল খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না। এই সঙ্কটের সময়ে সবার ঘরে তার নিজ নিজ পরিবারের কাছে থাকা উচিত। বিশ্ব এখন হুমকির মুখে, এ সময় ফুটবল স্থগিত করা উচিত।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন