শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

জলঢাকায় কৃষকদের মাঝে বিনামুল্যে পাওয়ার টিলার বিতরণ

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় কৃষি উৎপাদনে সরকারের সাফল্যের ধারাবাহিকতাকে সামনে রেখে ইন্ট্রিগ্রেটেড এগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি)-এর আওতায় উপকার ভোগীদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করলেন, নীলফামারী-৩ আসনের সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা বদরুদ্দোজা, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী প্রমুখ। পশ্চিম কাঠালী এলএফএস দল, সিংড়িয়া খামাতপাড়া এলএফএল দল, হাড়োয়া শিমুলবাড়ী এলএফএস দলের ৭৫ জন কৃষক-কৃষাণী এর সুবিধা ভোগ করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি উপসহকারী কর্তকর্তা আজিজুল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন