বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘বার্সাতেই থাকবে মেসি’

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কোপার শতবর্ষী আসরের ফাইনালে ট্রাইব্রেকার মিস, শিরোপা বঞ্চিত আর্জেন্টিনা- সেই আক্ষেপে জাতীয় দল থেকে হঠাৎ অবসরের ঘোষণা তার সাথে যোগ হয় কর ফাঁকির অভিযোগে ২১ মাসের কারদÐ। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে স¤প্রতি খবর আসে, মেসির বাবা ও এজেন্ট হোর্হে চেলসির মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে দেখা করেছেন। এর পরই মেসি বার্সেলোনায় থাকবেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবুও লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেন না বলে জানিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ। স্পেনে গেলপরশু কাতালান ক্লাবটির মুখপাত্র জোজেপ ভিভেস এই সম্ভাবনা উড়িয়ে দেন, ‘আমরা তার কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং লিওর ক্লাব ছাড়তে চাওয়ার বিষয়ে আমরা জানি না, এটা আমাদের ভাবনাতেই নেই।’
বার্সেলোনা সমর্থকরা যাতে মেসিকে সমর্থন করতে পারে এর জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি কর্মসূচি শুরু করে ক্লাবটি, যেটার নাম দেওয়া হয়েছে ‘আমরা সবাই লিও মেসি’। এই কর্মসূচির মাধ্যমে সমর্থকদের মেসির পাশে দাঁড়ানোর পরামর্শ দেন ভিভেস, ‘এটা সাদাসিধা এক কর্মসূচি, কিন্তু আমরা আশা করছি যে এটা প্রমাণ করবে আমরা তাকে কতটা সমর্থন করি। আমরা মেসিকে নিয়ে কথা বলছি, যে ১৯ বছর বয়সে ওই সব চুক্তি করেছিল এবং এটা প্রমাণিত যে সেগুলোর বিষয়ে বিস্তারিত জ্ঞান তার ছিল না। সে শুধু ফুটবলেই মনোযোগ দিয়েছিল এবং পরামর্শকদের কথামতো চুক্তিগুলোতে সই করেছিল সে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন