স্পোর্টস ডেস্ক : রিও ডি জেনেইরো অলিম্পিকে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার দৌড়ের স্বর্ণপদক ধরে রাখার জন্য লড়বেন উসাইন বোল্ট। চোটের শঙ্কা নিয়েই জ্যামাইকার অলিম্পিক দলে আছেন বিশ্বের দ্রæততম মানব। কিংস্টনে জাতীয় ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং পেশিতে চোট পান বোল্ট। সেমি-ফাইনাল জয়ের পর নিজেকে সরিয়ে নেন তিনি। অলিম্পিকে ৬টি স্বর্ণ জয়ী বোল্ট এখনও তার ফিটনেসের প্রমাণ দেননি। তবে আগামী ২২ জুলাই লন্ডনে অ্যানিভার্সারি গেমসে অংশ নিতে পারেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক। জ্যামাইকার ৬৩ সদস্যের অলিম্পিক দলে ৫৯ জনই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেট। এদের মধ্যে আছেন গত দুটি অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারের স্বর্ণ জয়ী শেলি অ্যান ফ্রেজার-প্রাইসও
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন