মাগুরায় কাতার, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, বাহরাইন ও সিঙ্গাপুর ফেরত ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার শেষ সংবাদ পাওয়া পর্যন্ত মাগুরা সদরে ৮০ জন, শালিখা, উপজেলায় ৩৮ জন, শ্রীপুরে ৪ জন এবং মোহাম্মদপুরে ১৪ জন রয়েছেন। এদের কারও মধ্যে কোনো করোনা ভাইরাসের লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি।
এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আমরা একটি টিম গঠন করেছি। যারা বিদেশ থেকে বাড়িতে আসছে আমরা তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। জেলাবাসীর জন্য আমরা একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছি। এখন পর্যন্ত যারা হোম কোয়ারেন্টাইনে আছে তাদের শরীরে কোনো ধরনের করোনার লক্ষণ পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন