সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হোমকোয়ারেন্টাইনে

ডাক্তার নার্স ও রোগীদের মধ্যে আতংক

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১২:৫৯ পিএম

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া মঙ্গলবার বিকেল থেকে হোম কোয়ারেইন্টাইনে রয়েছেন। ডা. ফিরোজ কিবরিয়া জানান, গত ১৪ এপ্রিল পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার তেতলা মধুর ভিটা এলাকার খলিলুর রহমানের স্ত্রী তুজকাবিন বেগম ও মেয়ে নাসরিন আখি ডায়রিয়া রোগী হিসেবে তার বৈঠাকাটা বাজারস্থ প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিতে আসেন। পরে গত ১৭ এপ্রিল ওই রোগী বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আখি ও তার মায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়। পরীক্ষায় তুজকাবিন বেগম ও নাসরিন আখির শরীরে কোভিড ১৯ পজেটিভ শনাক্ত হয়। তারপর ২১ এপ্রিল বানারীপাড়া উপজেলা প্রশাসন ওই দুইজনকে বরিশাল শেবাচিমে হাসপাতালে পাঠিয়ে দেন। এ খবর জানার পর ডা. ফিরোজ কিবরিয়া হোম কোয়ারেইন্টাইনে চলে যান। স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. আসাদুজ্জামান বলেন বুধবার ইউএইচএ ডা. কিবরিয়ার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছে। তার রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ইউএইচএ ডা. কিবরিয়া হোম কোয়ারেইন্টাইনে গেছেন এমন খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে আতংক বিরাজ করছে। প্রসঙ্গত তুজকাবিন বেগমমের পুত্র আব্দুল গাফফার সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসেছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন