শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধের নির্দেশ বণিক সমিতির

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৭:২০ পিএম

লক্ষ্মীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া জেলা শহরের সকল দোকানপাট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বণিক সমিতির নেতারা।

শুক্রবার বিকালে সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন না মানায় করোনা ভাইরাসে ঝুঁকি এড়াতে বণিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে বনিক সমিতি। সমিতির পক্ষ থেকে খাবার হোটেল, কমিউনিটি সেন্টার ও জন সমাগমের সকল অনুষ্ঠান না করার আহবানও জানানো হয়েছে ।

সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফফার জানিয়েছেন এপর্যন্ত জেলায় সর্বমোট ৪৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিয়মভঙ্গকারীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। অপরদিকে শুক্রবার বিকাল থেকেই সহরের প্রায় দোকানই বন্ধ দেখা গেছে। এছাড়া নিত্যপন্যের বাজার দর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সার্বক্ষনিক বাজার মনিটরিংয়ে রয়েছে। বিকালে পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসাযীর অর্থ দন্ড করা হয়েছে বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলাম জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন