শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের সব স্থলসীমান্ত বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধকম‚লক ব্যবস্থা হিসেবে মিয়ানমার স্থলপথে বিদেশী পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে। বুধবার পররাষ্ট্রমন্ত্রণায়ের এক ঘোষণায় বলা হয়, পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত স্থল সীমান্ত পথে সকল বিদেশী নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এখন চীন, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে সীমান্তপথ বন্ধ করে দেয়া হলো। বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসে কয়েক হাজার মানুষ মারা গেলেও মিয়ানমারে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোন করোনা আক্রান্ত রোগী ধরা পড়েনি। মন্ত্রণালয় জানায় যে সীমান্তে বসবাসকারীরা যাতায়াত করতে পারবেন। তবে তাদের জন্য সীমান্তের দুই পাশেই স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা থাকবে। দ্য ইরাবতী,এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন