রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুর জেলায় ঢুকেছে ৯শ প্রবাসী কোয়ারেন্টাইনে আছে ৫৯ জন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১:১৮ পিএম

গত এক মাসে শেরপুর জেলায় বিভিন্ন দেশ থেকে প্রায় ৯শ জন প্রবাসী বাড়ি ফিরেছে। সারা বিশ্বের সাথে বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিললেও বিদেশ থেকে আগত এসব প্রবাসীরা রয়েছে প্রশাসনের অগোচরে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অনেক চেষ্টা করে মাত্র ৫৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার আহবান জানানো হলেও প্রবাসী এসব লোক রয়েছে আত্মগোপনে। শেরপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব লোকদের কোয়ারেন্টাইনে আনার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু বিদেশ ফেরত এসব লোক ও তাদের পরিবারের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় কোয়ারেন্টাইনে আনা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক এটিএম জিয়াউল ইসলাম জানান, আমরা দেশে ফেরত আসা প্রবাসিদের কোয়ারেন্টাইনে আনার জন্য সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাচ্ছি। সিভিল সার্জন ডা: আবুল কাশেম মোহাম্মদ আনোয়ারুর রউফ জানান, আমরা বিভাগীয় কমিশনার অফিস থেকে ৫১১ জনের নাম ঠিকানা পেয়েছি। কিন্তু তাদের ঠিকানায় পাওয়া যাচ্ছেনা। করোনা ভাইরাসের বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। ইতিমধ্যে জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড সহ ২টি উপজেলা হাসপাতাল ও দুটি উপ স্বাস্থ্য কেন্দ্রে মোট ৬৫টি সিট করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন