সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে ৫৫৩ জন হোম কোয়ারেন্টাইনে

৯ হাজার ৭শ’ জন বিদেশ ফেরতকে খুঁজছে প্রশাসন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৩:০৭ পিএম

যশোরে হোম কোয়ারন্টাইনে রাখা করোনাভাইরাসের সন্দেভাজনদের সংখ্যা বেড়েই চলেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, গত ২৪ঘন্টায় ২শ’১৮জনসহ জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা লোকের সংখ্যা ৫শ’৫৩ জনে দাঁড়ালো।
জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ জানান, ইমিগ্রেশন থেকে গত ১৫দিনে বিভিন্ন দেশ থেকে ফের আসা ৯হাজার ৭শ’ জনের একটা তালিকা পেয়েছি যশোর জেলার। তাদের খোঁজে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের সন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে,তাদের পরিবারের কেউ না কেউ বিদেশ থেকে এসেছেন। তিনি লোকজনকে আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন