রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফল নিয়ে হোমকোয়ারেন্টাইনে হাজির পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৩:০৭ পিএম

বিদেশ ফেরত নাগরীক যাদের হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের বাসায় ফল নিয়ে হাজির পুলিশ। সোমবার নগরীর ১৬টি থানা এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য শুভেচ্ছা স্মারক হিসেবে পাঠানো হয়ে ফলভর্তি ঝুড়ি।
চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমানের চমকে দেওয়া এই ব্যতিক্রমি উদ্যোগে খুশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা।
পুলিশ কমিশনার বলেন, প্রবাসীরা আমাদেরই ভাই-বন্ধু। করোনাভাইরাসের কারণে তারা দেশে এসে কোনো অপরাধ করেননি। করোনাভাইরাস যেন না ছড়ায়, পরিবার-পরিজনের স্বার্থে, দেশের স্বার্থে ১৪টা দিন বিশেষভাবে অবস্থান করে অতটুকু নিশ্চিত করছেন তারা। তাদের উৎসাহ দেয়ার জন্যই এ উপহার। হোম কোয়ারেন্টাইনে থাকা দেখতে যাওয়ার অর্থ হলো আমরা তাদের সাথেই আছি।
নগরীতে প্রায় ৫০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলমান থাকবে। তাদের সবার কাছে সিএমপির উপহার পাঠানোর সঙ্গে সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও ধারণা নিচ্ছেন পুলিশ সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
saimhn ২৩ মার্চ, ২০২০, ৪:২৫ পিএম says : 0
good job go on
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন