করোনাভাইরাস আতঙ্কে টোকিও অলিম্পিকে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া। ২০২১ সালে অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ধরে নিয়ে অ্যাথলিটদের প্রস্তুতি নিতে বলেছে অস্ট্রেলিয়া। দেশটির অলিম্পিক কর্তৃপক্ষ প্রথমে খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে নজর দেয়ার তাগিদ দেয়।
টেলিকনফারেন্সে নির্বাহী কমিটির এক সভায়, নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হলে অলিম্পিকে অংশ না নেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী স্কট মরিসন আগেই জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অ্যাথলিটদের টোকিও ভ্রমণের কোনো সুযোগ নেই।
অস্ট্রেলিয়ার আগেই টোকিওতে অ্যাথলিট না পাঠানোর ঘোষণা দেয় কানাডা। দেশটির অলিম্পিক ফেডারেশন সাফ জানিয়ে দেয়, স্থগিত হয়ে ২০২১ সালে অলিম্পিক আয়োজিত হলেই শুধু তাতে অংশ নেবে কানাডা।
দুই দেশ নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয়ায় অলিম্পিক স্থগিতের জন্য আরো চাপ বাড়ল আয়োজকদের ওপর। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, ৪ সপ্তাহের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, অলিম্পিক পুরোপুরি আয়োজন করা না গেলে স্থগিত করাটা একটা বিকল্প হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন