রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এ যেন ভিন্ন কলকাতা...মর্মাহত গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৮:১৮ পিএম

করোনাভাইরাস ইস্যুতে প্রতিবেশি দেশ ভারতে চলছে জরুরি অবস্থা। গুরুত্বপূর্ণ শহরগুলো ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। জরুরি কাজ ছাড়া কেউ আর ঘর থেকে বের হচ্ছেন না। এরকম এক অবস্থায় ঘর থেকে বের হয়ে মর্মাহত ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

নিজ শহর কলকাতার জনমানবহীন কিছু ছবি দিয়ে তিনি লিখেছেন, এমন শহর কখনোই দেখেননি। টুইটারে তিনি লিখেছেন, ‘এভাবে আমার শহরকে দেখতে হবে এমনটা কখনোই ভাবিনি। নিরাপদে থাকুন। এই পরিস্থিতি একদিন পরিবর্তন হবেই। সবাইকে ভালবাসা।’

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৭,৭৪২ জনে। মারা গেছেন ১৬,৭৮২ জন। ভারতে ৫২৩ জন আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা ১০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন