শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত : আহত-৪

বান্দরবান সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:৫৭ পিএম

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আরো ৪জন আহত হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকালে বান্দরবান-চট্টগ্রাম-ঢাকা প্রধান সড়কের কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মো: আল-আমিন (৩৩)। তিনি বিজিবির বড় কল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক।

আহতরা হলেন-রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো: এখলাছ, রাজনগর বিজিবি ৩৭ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটেলিয়নের সৈনিক মো: আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম।

হতাহতদের উদ্ধার করে সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর মো: আল-আমিন মারা যায়।
এব্যপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে বিজিবি সদস্যরা বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে বান্দরবান আসছিল। পথে কসাই পাড়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন