স্পোর্টস রিপোর্টার : ২০১২ ও ২০১৪ সালেও এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। ফলে ২০১৬ সালে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী চার বছরের জন্য এশিয়া কাপের স্পন্সরশিপ স্বত্ত¡ দেয়া হয়েছে স্পোর্টস মার্কেটিং ও ম্যানেজমেন্ট কোম্পানি দটুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মিডিয়া টিসিএমদকে। গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ চুক্তির আওতায় রয়েছে ১০টি বড় ধরনের এশিয়া কাপ টুর্নামেন্ট। এর মধ্যে আছে পুরুষদের এশিয়া কাপ, নারীদের এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন