করোনাভাইরাসের প্রকোপে প্যারিস থেকে ব্রাজিলে ফেরার পর কোয়ারেন্টাইনে না থেকে বেশ সমালোচিত হয়েছেন নেইমার। এবার অন্য এক বিতর্কে জড়ালেন তিনি। বন্ধুদের সাথে বিচে ফুটবল খেলে তোপের মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। পাঁচ বন্ধুকে নিয়ে সমুদ্রে তীরে বিচ ফুটবল খেলেছেন। সমুদ্রে স্নান করেছেন। সে সব ছবি পোস্ট করেছেন সোশাল সাইটে। সেখানে দেখা যাচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং নিয়ম মানা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা আগেই ঘোষণা করেছিল।
একদিকে দেশের মধ্যেকার নিয়ম মানলে তাকে কোয়ারান্টিনে থাকতে হত। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মও মানেননি। এ রকম অবস্থায় থানা পুলিশ হওয়ার কথা। যদিও ব্রাজিল পুরো লকডাউনে নেই। রাস্তায় বেরোতে অসুবিধাও নেই দেশবাসীর। কিন্তু নেইমার কোনও নিয়ম না মানায় ব্রাজিল প্রশাসন চিন্তায় রয়েছে।
করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের উপরে। মৃতের সংখ্যা ৬০। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। সে দিকে খেয়াল নেই নেইমারের। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের কাণ্ডজ্ঞান দেখে সকলেই বিরক্ত। গোটা বিশ্বের খেলাধুলা বন্ধ। পিছিয়ে গেল অলিম্পিকের মতো ইভেন্ট। সে সব মনে হয় নেইমারকে ছুঁয়ে যায়নি।
গোটা বিশ্বের ক্রিকেট দুনিয়ার তারকারা ঘরে বসে কে কী করছেন, সেই ছবি পোস্ট করছেন, সেখানে ব্যতিক্রম নেইমার। এ জন্যই বোধহয়, তিনি সকলের থেকে আলাদা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন