মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গৃহবন্দি মানুষ বাড়ছে পারিবারিক বন্ধন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের কারণে গৃহবন্দি থাকায় পারিবারিক বন্ধন বাড়ছে। নানা কর্মব্যস্ততায় এতোদিন মানুষজন পরিবারে সময় দিতে পারতো না। করোনাভাইরাসের কারণে এখন সবাই গৃহবন্দি। যাদের সময় কাটছে স্ত্রী, সন্তানদের নিয়ে। এতে পারিবারিক যে সম্পর্ক তা মজবুত হচ্ছে। এখন বাবা-মা দুজনই সন্তানদের সময় দিচ্ছেন। এতে তাদের মায়া মমতা দৃঢ় হচ্ছে। গৃহবন্দি জীবন স্ত্রী ও স্বামীর দাম্পত্য জীবনেও প্রভাব ফেলছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বৃদ্ধ মা-বাবার পাশেও থাকতে পারছেন সদা কর্মব্যস্ত থাকা সন্তানরা। এতে মা-বাবাও বেজায় খুশি।
করোনাভাইরাসের কারণে নগরীর লাখ লাখ মানুষ এখন স্বেচ্ছায় গৃহবন্দি। তাদের সময় কাটছে পরিবার-পরিজনদের নিয়ে। করোনাভাইরাস ব্যস্ত জীবনে সুখ এনে দিয়েছে অনেককে। অন্যসময় রুটিন মাফিক ব্যস্ততায় জীবন অতিষ্ঠ হয়ে ওঠেছিল। এখন কর্মজীবী মানুষ পরিবার-পরিজনকে নিয়ে আপাতত বেশ ভালোই আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন