সাতক্ষীরায় রোববার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত ২৩৮৯ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ২৩২ জন এসেছেন। ছাড়পত্র পেয়েছেন ১০৯ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরায় কোভিড ১৯ পরক্ষীরা কোনো ব্যবস্থা না থাকলেও অন্যান্য সব ধরণের প্রস্তুতি রয়েছে। জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহবান জাননো হচ্ছে। তিনি বলেন, সদর হাসপাতালে আইসোলশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। কোনো মানুষের মধ্যে করোনার উপসর্গ পাওয়া গেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য।
এদিকে, সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট পরিদর্শন করেন। এসময় তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গাউন প্রদান করেন।
মন্তব্য করুন