বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোয়ারেন্টাইনে থাকাদের দেখতে গেলেন চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৩:২১ পিএম

হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের দেখতে গেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন।
রোববার দুপুরে নগরীর খুলশীর বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিনে থাকা লোকজনের খোঁজ-খবর নেন তিনি। এসময় তিনি তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের কোন সাহায্য লাগবে কিনাও জানতে চান।
খুলশীতে তিনি কয়েকজন বিদেশী নাগরিকের বাসাতেও যান, তাদের খোঁজ খবর নেন। নির্দেশনা মেনে সবাই হোম কোয়ারেন্টিন পালন করছেন কী না- তা তদারকি করেন।
পরে তিনি নগরীর আগ্রাবাদের মুহুরীপাড়ায় প্রায় ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেন। প্রতিপরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তেল এবং আধাকেজি নুডলসসহ ১৬ কেজি ৫০০ গ্রামের একটি প্যাকেট দেয়া হয়। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৯৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন