শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে হাসপাতাল কোয়ারেন্টাইনে ২ মহিলা ভর্তি, জেলায় হোম কোয়ারেন্টাইনে ২৩৬৯ জন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ৫:১৮ পিএম

যশোর ২৫০ বেড হাসপাতাল কোয়ারেন্টাইনে মঙ্গলবার ভর্তি করা হয়েছে দুই মহিলাকে। ২৪ঘন্টায় নতুন করে ৩১জনসহ জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২৩৬৯। মঙ্গলবার আরো ২জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আইইডিসিআরে। এই তথ্য নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যশোরে এখনো পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় দিনরাত সমানতালে তৎপরতা চালাচ্ছে সংক্রমণ প্রতিরোধে।
জেলা প্রশাসক মুহাম্মদ আশরাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কঠোরভাবে বিদেশ ফেরতদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। যাদের সন্ধান পাওয়া গেছে তাদের বাড়ি বাড়ি লাল পতাকা টাঙানো হয়েছে। সতর্ক দৃষ্টি রাখছি। তবে গত তিনমাসে মাসে বিদেশ থেকে যশোরে ফেরা প্রায় ৫হাজার ব্যক্তির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভবত তারা অন্য কোথাও থাকতে পারে। তারপরেও ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার দায়িত্বশীলদের দিয়ে খোাঁ অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন