জেলার দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় ওমানফেরত হোম কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তি ইন্তেকাল করেছেন।
৪৯ বছর বয়সী ওই ব্যক্তি আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই মারা যান বলে জানিয়েছে পুলিশ। গত ১৭ মার্চ তিনি বিদেশ থেকে ফিরে আসেন এবং ওই দিন থেকে প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন শামসউদ্দিন ওই ব্যক্তির পরিবারের বরাতে বলেন, “সকাল ৭টায় পেটেব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা। যেহেতু হোম কোয়ারেন্টিনের সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে ছিলেন তিনি, এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নেওয়া হয়েছে।”
পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম জানান, ওই ব্যক্তিকে গত ১৭ মার্চ হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। মেয়াদও শেষ হলেও সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি ঘরেই অবস্থান করছিলেন।
“তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন, পেটেব্যথার কারণেই তার মৃত্যু হয়েছে।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন