শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বেতন কাটবে না বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৬:০৮ পিএম

করোনাভাইরাসের সঙ্কটপূর্ণ মুহুর্তে খেলাধুলার সব ধরনের ইভেন্ট বন্ধ থাকার কারণে এর প্রভাব পড়তে যাচ্ছে খেলোয়াড়দের বেতন-ভাতাতে। তবে সংকটজনক এই পরিস্থিতিতেও খেলোয়াড়দের বেতন কর্তনের চিন্তা নেই বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে একেবারে থমকে গেছে খেলাধুলা থেকে আয়ের উৎস। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দুর্দশায় খাবি খাচ্ছে বার্সেলোনা, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের নামি-দামি ফুটবল ক্লাবগুলোও। এই সময়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক ক্লাব।

তবে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কম বেতন দেওয়ার কোনো চিন্তা এখন পর্যন্ত করছে না বিসিসিআইয়ের একটি সূত্র। এ ব্যাপারে বার্তা সংস্থা এএনআইকে ওই সূত্র বলেছেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করিনি। এমনকি এখন এটা আমাদের মাথায়ও নেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন