শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘সরকার ঘোষিত বিধিনিষেধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলুন’

মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৮:৩৩ পিএম

করোনা মোকাবেলায় লকডাউনের ফলে সাময়িক কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনমজুর এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ করা কঠিন হয়েছে। চলমান করোনা সঙ্কট মোকাবেলায় সরকারি সাহায্যের পাশাপাশি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কয়েক হাজার মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ তনয় আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কার্যক্রমটি কিছুদিন আগে শুরু হলেও যতদিন মানুষের প্রয়োজন হবে ততদিন চলমান থাকবে বলে জানা যায়।
আওয়ামী লীগ নেতা ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল বলেন, করোনা মোকাবেলাকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। বেসরকারি উদ্যোক্তারা জনগণের পাশে রয়েছেন, সরকার বিশেষ সেবা কার্যক্রম চালাচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী খাদ্যের সুষ্ঠু বন্টনের জন্য কড়া বার্তা দিয়েছেন। এখন সবচেয়ে বেশি প্রয়োজন পরিচ্ছন্নতা, সচেতনতা ও ঘরে থাকা। পাশাপাশি সরকার ঘোষিত বিধিনিষেধ, ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, জনগণের চাহিদা মেটাতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি নিয়মিত তদারকি করছেন, মাহবুব রহমান রুহেল নিয়মিত ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। খাদ্যসামগ্রী পৌঁছে যাবে, আত্মসচেতনতা এখন মুখ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
প্রত্যেকেই নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চললে করোনা ভাইরাস নামক গযব থেকে রক্ষা পাওয়া যাবে।
Total Reply(0)
প্রত্যেকেই নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চললে করোনা ভাইরাস নামক গযব থেকে রক্ষা পাওয়া যাবে।
Total Reply(0)
প্রত্যেকেই নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চললে করোনা ভাইরাস নামক গযব থেকে রক্ষা পাওয়া যাবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন