শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঠাকুরগাঁও‌য়ে অর্ধশত যাত্রী নি‌য়ে ঢাকাগামী বাস আটক চালক ও কাউন্টার মাস্টারকে ১মা‌সের কারাদন্ড

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৯:৩৫ এএম

সরকারি নিষেধাজ্ঞা থাকার প‌রেও গোপ‌নে অর্ধশত যাত্রী নি‌য়ে ঢাকার উ‌দ্দে‌শ্যে রওয়ানা হওয়ার প্রাক্কা‌লে মৌ‌মিতা প‌রিবহন না‌মে এক‌টি বাস‌কে আটক ক‌রে‌ ভ্রাম‌্যমান আদালত।
শুক্রবার সন্ধ‌্যায় বাস‌টির চালক ও কাউন্টার মাস্টার‌কে আটক ক‌রে প্রত্যেক‌কে ১মা‌সের কারাদন্ড দেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

দন্ডপ্রাপ্তরা হ‌লেন,গা‌ড়ী চালক সদর উপ‌জেলা জগন্নাথপুর এলাকার আব্দুল্লাহ ও কাউন্টার মাষ্টার পার‌ভেজ।

এ বিষ‌য়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আব্দুল্লাহ আল মামুন ব‌লেন,দন্ডপ্রাপ্তরা অত‌্যন্ত গোপনীয় ভা‌বে যাত্রী সংগ্রহ ক‌রে ঢাকার উ‌দ্দেশ‌্য রওয়ানা হ‌চ্ছিল। এমন সংবাদ পে‌য়ে সেখা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে দুইজনকে আটক ক‌রি । প‌রে সেখা‌নে ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে তা‌দের‌কে ১মা‌সের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। প‌রে বা‌সে থাকা যাত্রী‌দের না‌মি‌য়ে দেয়া হয় এবং তা‌দেরকে নিজ নিজ বা‌ড়ি‌তে থে‌কে সরকা‌রি ও স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌রের নি‌র্দেশনা মে‌নে চলার ‌নি‌র্দেশনা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ