শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২১ দিনের লকডাউনে ভারতে আটকে পড়েছে আড়াই হাজার বাংলাদেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১১:১৫ এএম

ভারতে ২১ দিনের লকডাউনে আটকে পড়েছে ২৫০০ বাংলাদেশি। শিক্ষা, চিকিৎসা ও বেড়াতে যাওয়া ওইসব বাংলাদেশিদের খোঁজখবর রাখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়। -এইসময় ডট ইন্ডিয়া টাইমস

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ভারতে প্রথমে একদিনের জনতার কারফিউ এবং পরবর্তীতে গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের যানবাহন (বাস, রেল, বিমান) চলাচল বন্ধ রাখা হয়েছে। ভারতের এইসময় পত্রিকায় গতকাল প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, এ অবস্থায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে। মিশনের কর্মকর্তারা আটকে পড়া বাংলাদেশির সঙ্গে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন।
আটকে পড়াদের আর্থিক বা অন্য কোন সমস্যার সমাধানে হাইকমিশন ও অন্যান্য মিশন সচেষ্ট রয়েছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন