বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক-২০২০ গেমস। ফলে নতুন করে যোগ্যতা পর্বের ডেডলাইন ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ঘোষিত নতুন কোয়ালিফাইয়ের ডেডলাইন হলো ২০২১ সালের ২৯ জুন।
গতকাল (শুক্রবার) আইওসি এক বার্তায় এ তথ্য জানিয়েছে, ‘নতুন করে কোয়ালিফাই পর্বের ডেডলাইন ২৯ জুলাই ২০২১ দেওয়া হয়েছে এবং সকলকেই নিজের মতো করে এ দিনের মধ্যে যোগ্যতা নির্ণায়ক পর্ব শেষ করতে হবে।’
এদিকে কোয়ালিফাইয়ের সময় নির্ধারিত করে দেওয়ায় অ্যাথলিটরা স্বস্তি পাবে। তবে নতুন তারিকের সময় বাড়ানো নিয়ে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় সে বিষয়েও এক বার্তা দেয়েছে আইওসি।
তারা জানায়, ‘টোকিও ২০২০ গেমসের জন্য যে সব অ্যাথলিটরা ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করেছেন তাদের যোগ্য বলেই ধরা হবে। এমনটা হতে পারে যে আন্তর্জাতিক ফেডারেশন বয়সের মাত্রা বাড়াতে পারে যদি প্রয়োজন হয়।’
তবে তারা আরও জানায়, ‘সেই সব অ্যাথলিটকে অলিম্পিকে অংশ নিতে দেওয়া হবে যারা ২০২০ সালে যোগ্য ছিলেন। পরিবর্তিত সময় অনুযায়ী টোকিও ২০২০ অলিম্পিক হবে ২৩ জুলাই থেকে ৮ আগস্ট, ২০২১ সালে। প্যারালিম্পিক হবে ২০২১ এর ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন