শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোনালদো নয়, মেসিকেই সেরা বললেন কাকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৫:০৪ পিএম

বর্তমানে ফুটবল বিশ্বে সেরা ফুটবলারের প্রশ্নে গোটা দুনিয়া দুভাগে বিভক্ত। লিওনেল মেসির সমর্থকেরা এগিয়ে রাখছেন আর্জেন্টাইন তারকাকে। আবার ক্রিস্টিয়ানো রোনালদোর সাপোর্টাররা তাকে রাখছেন এগিয়ে। এবার এই প্রশ্নে বার্সেলোনা তারকা মেসিকে বেছে নিলেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার কাকা। তার মতে, আর্জেন্টাইন স্ট্রাইকার একজন ‘জিনিয়াস’।

মেসি-রোনালদোর মধ্যে কে সেরা? এই প্রশ্নে দুই ভাগ ফুটবল বিশ্ব। এই নিয়ে ইনস্টাগ্রামে ফিফা চ্যানেলকে দেওয়া এক প্রশ্নের জবাবে কাকা জানান, রিয়াল মাদ্রিদে তার সাবেক সতীর্থ রোনালদো অসাধারণ খেলে। কিন্তু মেসি অবিশ্বাস্য। তাই সেরার প্রশ্নে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টিনা অধিনায়ককেই বেছে নেন ২০০২ সালে বিশ্বকাপ জেতা কাকা, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলেছি। সত্যি সে চমৎকার খেলে। তবে আমি মেসিকে বেছে নেব। সে একটা জিনিয়াস, নিখুঁত প্রতিভা। যেভাবে সে খেলে, অবিশ্বাস্য।’

পর্তুগাল তারকা রোনালদো প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ, এসি মিলানের সাবেক মিডফিল্ডার কাকা বলেন, ‘ক্রিস্টিয়ানো একটা মেশিন। সে খুব সুঠাম, শক্তিশালী, দ্রুত দৌড়ায়ই না, মানসিক দিক থেকেও সে শক্তিশালী। সে সবসময় জিততে চায়, খেলতে চায় এবং সেরা হতে চায়। এটা তার মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খেলাটির ইতিহাসে তারা (মেসি ও রোনালদো) নিশ্চিতভাবে শীর্ষ পাঁচে থাকবে। তাদের দু’জনকেই দেখা পারায় আমরা ভাগ্যবান।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন