শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৮:১৪ পিএম

করোনাভাইরাসের ছুটিতে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ শাহআলী থানা এলাকায় তিন শতাধিক অসহায় গরীব পরিবারের মাঝে খাদ্য উপকরণ সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মোহাম্মদ ফরিদ হোসেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ, মোতালেব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। একেকটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও একটি সাবান বিতরণ করেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, করোনা ভাইরাসের কারণে আজকে গোটা বিশ^ সঙ্কটে পড়েছে। বাংলাদেশ তো এর বাইরে নয়। আমাদের প্রিয় মাতৃভূমির অসংখ্য মানুষ আজকে কর্মহীন। সেজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গরিব মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করে আসছি। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন