শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পুলিশী বাধার মুখে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৭:৩৯ পিএম

তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে দীর্ঘদিন পর আবারও নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা অনুসারে বিভিন্ন ইউনিট সারাদেশেই কর্মীসভা করছে। এরই অংশ হিসেবে শনিবার (০৩ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন থানার নেতৃবৃন্দকে নিয়ে কর্মীসভা করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। সভার শুরুতে পুলিশী বাধার মুখে পড়ার অভিযোগ করেন উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফকরুল ইসলাম রবিন। সেই বাধা উপেক্ষা করেই তার নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর অন্তর্গত বিভিন্ন থানার নেতৃবৃন্দ সহকারে তথ্য উপাত্ত ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফকরুল ইসলাম রবিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন মাহমুদ। আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এস এম জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক ড. মফিদুল আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খোকন, রাশেদুল ইসলাম রিয়াজ।

বক্তব্য শেষে প্রতিটি থানার নেতাকর্মীদের নিকট ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে তথ্য-উপাত্ত ফরম বিতরণ করা হয়। লিটন মাহমুদ বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল তৃণমূল পর্যায়ে শক্তিশালী হয়ে আগামী দিনে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে। সভাপতির বক্তব্যে ফকরুল ইসলাম রবিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আওয়ামী দুঃশাসনের পতনের লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয়ের নীচে ব্যাপক পুলিশি বাধার মুখেও নেতৃবৃন্দ অনুষ্ঠান সফল করে তোলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন