ইলিশের পোনা জাটকা পাচারকালে চাঁদপুর মেঘনা নদীতে দুটি স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একজনের লাশ উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাদশা দেওয়ানের ছেলে আলামিন (২২), অপরজন একই এলাকার মৃত খালেক হাওলাদের ছেলে আল আমিন (২৮)। গত শুক্রবার রাতে শরীয়তপুরের কাচিঘাটা নৌ-সীমানায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজরাজেশ্বর জাহাজমারা এলাকার দুটি মাছ ঘাটের জেলেদের আহরণকৃত বিপুল পরিমাণ জাটকা ও ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় খোকন মোল্লার মাছ বহনকারী স্পিডবোটটি মাওয়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে মাছ বিক্রি করে আসার সময় রফিকউল্লা দেওয়ানের স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে দুটি স্পিডবোটে থাকা আরোহীরা ছিটকে নদীতে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আলামিনের লাশ উদ্ধার করা গেলেও অপর জনের লাশ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে।
মন্তব্য করুন