প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে বিদেশফেরত যারা হোম কোয়ারেন্টাইনে শেষ করেছেন তাদের সনদ দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জর্ডান থেকে প্রশিক্ষণ নিয়ে ফেরা সিএমপির ২৫ সদস্যকে সনদ দেওয়া হয়েছে। তারাও কোয়ারেন্টাইনে ছিলেন।
শনিবার দামপাড়া পুলিশ লাইন্সে সনদ প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুব রহমান।
পুলিশ কমর্কতারা বলেছেন নগরীর ১৬ থানায় ১০ জন করে মোট ১৬০ জন হোম কোয়ারেন্টিন সম্পন্নকারী ব্যক্তির জন্য আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সনদপত্রগুলো সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করা ব্যক্তিদের বাড়িতে গিয়ে হস্তান্তর করা হবে।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান
বলেন, যারা সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন তাদের সনদ দিচ্ছি আমরা। এটির মাধ্যমে আসলে আমরা তাদের উৎসাহ দিচ্ছি। প্রবাসীরা সরকারি নির্দেশনা মেনেছেন, ভবিষ্যতে যেন মেনে চলেন তার জন্য উৎসাহ দিচ্ছি। জর্ডান থেকে প্রশিক্ষণ শেষে ফেরা আমাদের ২৫ সদস্যকে আমরা সনদ দিয়েছি।
সিএমপি কমিশনার বলেন, সরকার সাধারণ ছুটির সময় বাড়িয়েছে। নাগরিকদের যার যার বাড়িতে অবস্থান করতে নির্দেশনা দিয়েছে। নাগরিকদের অনুরোধ করবো তারা যেন এ নির্দেশনা মেনে চলেন। যারা নির্দেশনা না মেনে বাসা থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নিচ্ছি ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন