রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১:২৭ পিএম

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে থ্রিরপাড়া গ্রামের আমানউল্লা বেপারী (৯০) নামে এক বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সকালে ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিওরো সাইন্স হাসপাতালে মারা যান।

স্থানীয় সুত্রে জানা যায়, সরকারি বন্ধের আগে আমানউল্লা বেপারী চিকিৎসার জন্য বড় ছেলের বাসায় ঢাকা মিরপুর টোলারবাগ যান। সেখান থেকে দেওয়ানবাগ হুজুরের বাড়ি তারপরে মেয়ের বাসায় ঢাকা মিরপুরে গিয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে নড়িয়া গ্রামের বাড়ি থ্রীরপাড়া নিয়ে আসেন। বাড়িতে আসায় আরো বেশী অসুস্থ্য হয়ে পড়লে নড়িয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

নড়িয়া স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. সফিকুল ইসলাম (রাজিব) বলেন, আমানউল্লার অবস্থা বেগতিক দেখে আইইডিসিআরের সাথে কথা বলে গত বুধবার দুপুরে ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিওরো সাইন্স হাসপাতালে প্রেরণ করা হয়। পরে গতকাল সকালে তিনি মারা যান। তার নমুনা পরীক্ষা করে দেখে গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল।
নড়িয়া ইউন মহদয় জন্তরুপা রায় ও নড়িয়ার থানার ওসি হাফিজুর রহমানসহ মৃত্যু আমান উল্লার ঘড়িরষার থ্রিরপাড়া গ্রামের বাড়ি ১৮টি বাড়ির সংস্পর্শে আসা ৯৩ জনকে লকডাউন ও তার ঘড়িষারবাজার বাজার লকডাউন করা হয়েছে।

শরীয়তপুরের সিভিল সার্জন বলেন, মৃত্যু আমানউল্লার কথা শুনে তারাতাড়ি ঢাকা পাঠানোর ব্যবস্থা করি। এবং শনিবার তার মৃত্যুর সংবাদ শুনে তাদের বাড়ি ঘর ও আত্বীয় স্বজনদের সাথে সংস্পর্শ হয়ে থাকলে তাদের বাড়িঘর সহ লোকজনকে লকডাউন করা হয়েছে।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন