রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে এক লাফে ২৮০ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১:৩২ পিএম

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরো ২৮০জনকে নেয়া হয়েছে হোম কোয়ারেন্টিনে। হঠাৎ করে এ সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির ঘটনা ঘটলো। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ৭৭ জন এবং মৌলভীবাজারে ২০৩ জন রয়েছেন। এই সময়ে সিলেট ও হবিগঞ্জে নতুন করে কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি। এরআগে বৃহস্পতিবার হোম কোয়ারেন্টিনে নেয়া হয় ১১ জনকে, বুধবার নেয়া হয় ১০ জনকে এবং মঙ্গলবার নেয়া হয়েছিল ১৯ জনকে। আর এই ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১১২ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা। আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারের ২১ জন রয়েছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন