সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় ট্রাক থেকে নামিয়ে দেওয়া সেই লোকটা ছিল করোনায় আক্রান্ত !

তাকে উদ্ধার ও চিকিৎসাদানকারীরা হোম কোয়ারেন্টাইনে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৫:২৮ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ করোনা ল্যাব এবং ঢাকা আই ই ডি সি আর এ" দুদফা টেস্টের পর করোনা পজিটিভ ধরা পড়ায় বগুড়ায় করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তিকে উদ্ধার ও চিকিৎসাদনকারীদের হোম কোয়ারেটাইনে পাঠানো হয়েছে।
হোম কোয়ারান্টাইনে যাওয়া ব্যক্তিদের সংখ্যা ১৬ জন বলে জানা গেছে। ইতো মধ্যেই লোকটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার ও চিকিৎসাদানের সাথে জড়িতরা স্বাভাবিক জীবন যাপন করায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানাগেছে গত ২৮ মার্চ ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে চড়ে অন্যান্যদের সাথে যাত্রা করে ধাপ মডার্ন রংপুরের বাসিন্দা মধ্য বয়সী শাহ আলম।
রাত প্রায় শেষের দিকে ট্রাকটি যখন বগুড়ার মহাস্থান অতিক্রম করছিল। তখন কাশতে কাশতে শাহ আলমের অবস্থা কাহিল।
এদিকে শাহ আলমের কাশির ধরন
দেখার তার সহ যাত্রীদের করোনা বলে সন্দেহ হওয়ায় ট্রাক থামিয়ে সবাই মিলে শাহ আলমকে ফেলে রেখে যায়।
পরদিন ২৯ মার্চ স্থানীয় একজন জনপ্রতিনিধি ও শিবগঞ্জ থানার পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে
শিবগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে
শহীদ জিয়া মেডিকেলে নেওয়া হলে তাকে আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়।
পরে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেফার্ড করা হয়।
হাসপাতাল কতৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবটেস্ট ইউনিটে পাঠালে সেখান থেকে পজিটিভ রিপোর্ট আসে।
তবে বগুড়ার সিভিল সার্জন মিডিয়ার কাছে ওই রিপোর্টের ব্যাপারে কিছুই না বলে পুনরায় ওই
রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার আই ই ই ডি সি আরে পাঠালে সেখান থেকেও পজিটিভ রিপোর্টই আসে।
এরপরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। দ্রুতই তাকে চিকিৎসাদানকারী শহীদ জিয়া মেডিকেলের বিভাগীয় প্রধান, ডাক্তার নার্স, এবং শিবগঞ্জ থানার পুলিশ সহ মোট ১৬ জনকে হোম কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে।
রোববার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুজ্জামান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই ভালো আছেন।
এছাড়া চিকিৎসাধীন শাহ আলমের অবস্থাও স্থিতিশীল। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে এখন উদ্বেগের কোনো কারন ঘটেনি বলেও জানান ডা. নুরুজ্জামান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন