রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি ৭, রিপোর্টের অপেক্ষায় ৩ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:২১ পিএম

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৭ জন রোগী চিকিৎসাধীন আছেন সন্দেহভাজন। এরমধ্যে ৩ জনের নমুনা গত রবিবার ঢাকায় পাঠানো হয়েছে, কিন্তু এখনো তাদের রিপোর্ট আসেনি। আজ বা আগামীকাল তাদের রিপোর্ট আসবে। তবে ভর্তি থাকা ৭ জনেরই অবস্থা এখনও স্থিতিশীল। চিকিৎসাধীনদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। এছাড়া তিনি বলেন, আর যারা ভর্তি আছেন তাদের মধ্যে কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগেুলো সিলেটেই পরীক্ষা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন