রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে ৬দিনে ১৬জনের নমুনা সংগ্রহ, পরীক্ষায় দুইজন করোনা শনাক্ত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৫:২৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬দিনে করোনাভাইরাস শনাক্তকরন পরীক্ষার জন্য ১৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ১২জনের নমুনা সংগ্রহ করা হয়। এই ১২জনের নমুনা পরীক্ষায় মাত্র দুইজনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার(৭এপ্রিল) আরো ৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এই নমুনা পরীক্ষার জন্য রাজধানী ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। এদের পরীক্ষার ফলাফল আসার পরেই জানা যাবে তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেইন তথ্যটি নিশ্চিত করে জানান,কেরানীগঞ্জে এপর্যন্ত ৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাত্র দুইজন তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করার মাধ্যমে তারা করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাকী দুইজন ঢাকায় তাদের নমুনা পরীক্ষা করে তারা করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত ২এপ্রিল থেকে তাদের ওখানে এই নমুনা সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। আজ মঙ্গলবার পর্যন্ত মোট ১৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত সোমবার(৬এপ্রিল) পর্যন্ত তারা ১২জনের সংগৃহিত নমুনা পরীক্ষা করানোর মাধ্যমে দুইজনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করেছেন। বাকী ৪জনের নমুনার পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন