শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফিটনেসে উন্নতি চান মিঠুন

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তার লম্বা নয়, মাত্র ২ বছরের। খেলেছেন মাত্র ২টি ওয়ানডে, ১২টি টি-২০। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাচ্ছেন থেমে থেমে। বলার মতো ইনিংস নেই আন্তর্জাতিক ক্রিকেটে। গত ফেব্রæয়ারীতে তামীমের অনুপস্থিতিতে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৭ রানের ইনিংসে যে মিঠুনকে দেখতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা, সেই মিঠুনকে যায়নি দেখা টি-২০ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের ইনিংসটাই তার সান্ত¦না। তবে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৪ ম্যাচে ৫৯০ রানে শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় থেকে এসেছেন আলোচনায় এই উইকেট কিপার ব্যাটসম্যান। ৭টি ফিফটি করে মমিনুলের সঙ্গে যৌথভাবে সর্বাধিক সংখ্যক ফিফটিতে জাত চেনানো মিঠুন আন্তর্জাতিক ক্রিকেটে অপরিহার্য ক্রিকেটার হিসেবে দেখতে চান নিজেকে। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে আগামী ২০ জুলাই থেকে যে ফিটনেস ক্যাম্প ডেকেছে বিসিবি, সেখানে নিজের ফিটনেস উন্নতির দিকেই নজর দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটের সফল এই টপ অর্ডার।
ফিটনেস ক্যাম্প শুরুর আগেই নেমে পড়েছেন জিমে। সামনে ব্যস্ত মওশুম। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর, বিসিএল, এনসিএল, বিপিএল। এই ব্যস্ততাকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প যথেষ্ট উপকারে আসবে বলে মনে করছেন মিঠুনÑ ‘লম্বা সময় ধরে ফিটনেস ক্যাম্প হবে। আমাদের জন্য খুবই ভালো হবে। এখন ক্রিকেট খুব ফাস্ট হয়ে গেছে। ফিটনেস খুব বেশি গুরুত্বপূর্ণ। চেষ্টা করবো নিজেকে যত বেশি ফিট করা যায়।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সাত-সাতটি ফিফটি, নাইনটিজে আউটের মতো দৃষ্টান্তও আছে তার। এই ৭টি ফিফটির একটিকেও সেঞ্চুরিতে পরিণত করতে না পারার আক্ষেপ করছেন তিনিÑ ‘পারফরম্যান্স মোটামুটি ভালই হয়েছে। সাতটি ফিফটি করেছি। এর মধ্যে ২-৩টা সেঞ্চুরি হতে পারতো। ইনিংসগুলো লম্বা করতে পারিনি। কয়েকটা ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছি। এ জন্য আফসোস হচ্ছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন