শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভিড় এড়াতে মাঠে কাঁচা বাজার চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১০:১২ এএম

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবার স্কুল মাঠে বসানো হয়েছে কাঁচা বাজার। এতে ক্রেতারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাজার সারতে পারবেন ।
ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল থেকে পার্বতী স্কুল মাঠে বসেছে "হাটহাজারী বাজার"। স্কুল মাঠে কাঁচা তরকারি বাজার প্রতিদিন সকাল ৫টা - সকাল১১টা পর্যন্ত চলমান থাকবে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ১০ফুট পর পর বসেছে বাজার। ইউ এনও রুহুল আমিন বাজার কমিটির নেতাদের সাথে নিয়ে এমন উদ্যোগ নেন ।

তিনি ইনকিলাবকে বলেন, কাল সারাদিন মাইকিং করা হয়। ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে । এতে ব্যাপক সাড়া মিলছে । পর্যায়ক্রমে অন্য বাজার গুলোও খোলা মাঠে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন