বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এদের কাছ থেকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। গেল ২৪ ঘন্টায় বাগেরহাটের বিভিনś এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুľামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দুরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ জনকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত ভ্রাম্যমান আদালত চলবে বলে জানান এই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন