বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝালকাঠিতে একই পরিবারের তিনজনের করোনা সনাক্ত, একটি গ্রাম লকডাউন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৬:০৭ পিএম | আপডেট : ৬:০৭ পিএম, ১১ এপ্রিল, ২০২০

ঝালকাঠিতে একই পরিবারের তিনজনের করোনা সনাক্ত হয়েছে। শনিবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন। এরা তিনজনই গ্রামের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঝালকাঠি শহরের পার্শ্ববর্তী একটি গ্রামে শিশুসহ একই পরিবারের তিনজন গত ৭ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। করোনা উপসর্গ থাকায় ৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় স্বাস্থ্য বিভাগ। শনিবার বিকেলে স্বাস্থ্য বিভাগের কাছে ২৯ জনের নমুনা সংগ্রহের রিপোর্ট আসে। এতে তিনজনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া যায়।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, করোনা পজেটিভ হওয়ায় ওই পরিবারসহ পুরো গ্রামকে লকডাউন করা হয়েছে। তাদের জন্য একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাড়িতে বসেই চিকিৎসা নিবেন। শারীরিক কোন সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন