শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আর্সেনালের ‘মুখে আহার’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৭:১৮ পিএম

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর ৩০ হাজারের বেশি অসহায় মানুষকে বিনামূল্যে খাবার দেবে আর্সেনাল। পাশাপাশি তাদেরকে স্যানিটারি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপকরণও সরবরাহ করবে ইংলিশ ক্লাবটি।

স্থানীয় সংস্থাগুলোতে এক লাখ পাউন্ড ও কোভিড-১৯ সঙ্কট তহবিলে ৫০ হাজার পাউন্ড অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। নর্থ লন্ডনের ক্লাবটি গতপরশু এক বিবৃতিতে জানিয়েছে, ইজলিংটনে ১৫ টন জরুরি জিনিসপত্র পাঠাতে তারা এইচআইএস চার্চের সঙ্গে যোগ দিয়েছে।

করোনাভাইরাস মোকাবেলায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সও বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য সংস্থার জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন