শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিরিজ বাতিলে খুলল সাকিবের দরজা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৮:৩৪ পিএম

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে আগামী জুনে হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক মনে করেন, এই সিরিজ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য বেশ সুবিধা হয়েছে। পূর্ণশক্তির দল নিয়ে পরে অজিদের বিপক্ষে লড়াই করার সুযোগ পাবে তার দল। টেস্ট অধিনায়ক মূলত পূর্ণ শক্তি বলতে বুঝিয়েছেন, সাকিব আল হাসানকে দলে ফিরে পাওয়া।

শনিবার এক ক্রিকেট পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে মুমিনুল এই কথা জানান, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ পিছিয়ে যাওয়ায় আমি হতাশ নই। বরং পূর্ণশক্তির দল নিয়ে অজিদের বিপক্ষে লড়াই করার করার সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে। এই দিক থেকে বিবেচনা করলে আগামী বছরে এই দুই টেস্ট হলে সাকিব ভাইকে আমাদের দলে পেতে পারি।’

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯ অক্টোবর। সেই অনুযায়ী যদি নির্দিষ্ট এ তারিখের পরে সিরিজের নতুন সূচি তৈরি করা হয় তবে সাকিবকে দলে পেতে কোনো বাধা থাকবে না বাংলাদেশের। টেস্ট অধিনায়ক বলেন, ‘সাকিব ভাইয়ের উপস্থিতি স্বাভাবিকভাবেই আমাদের স্কোয়াডকে উৎসাহিত করবে। কারণ তাকে ছাড়া আমার দলে আরেকজন বাঁ-হাতি স্পিনার প্রয়োজন। তাই এটি একদিক থেকে ভালো এবং সেই দিক থেকে আমি খুব চিন্তিত নই। টেস্ট সিরিজটি যদি আগামী বছর এপ্রিলে হয় তবে সাকিব ভাই অজিদের বিপক্ষে খেলতে প্রস্তুত থাকবেন। অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে আমি সবসময়ই আমার দলের সেরা খেলোয়াড়কে দলে দেখতে চাইব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Fahim ১২ এপ্রিল, ২০২০, ১০:২৩ এএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন