রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘ধোনিকে অবসরের পথে ঠেলে দেবেন না’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১২:৩২ এএম

আইপিএল নিয়ে প্রশ্ন রয়েছে। মেগা টুর্নামেন্ট না হলে মহেন্দ্র সিং ধোনিও হয়তো অবসর নিয়ে নেবেন। ভারতের সাবেক অধিনায়ককে নিয়ে এমনই সব জল্পনা চলছে দেশের ক্রিকেটমহলে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন অবশ্য ভারতের বিশ্বজয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‌ধোনি যদি অবসরই নিয়ে ফেলে, তা হলে তো ওকে আর ফেরানো সম্ভবই নয়। ধোনিকে দ্রুত অবসরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। কী মানসিক অবস্থায় রয়েছে, তা একমাত্র জানে ধোনিই। তবে দলে নেওয়া বা না-নেওয়া তো পুরোটাই নির্বাচকদের ব্যাপার।’

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শেষ বার খেলেছিলেন ধোনি। তার পরে তার মাঠে ফেরা নিয়ে চলছে নিরন্তর জল্পনা। সব ঠিকঠাক থাকলে আইপিএল-এই হয়তো ফিরতেন ধোনি। কিন্তু করোনাভাইরাসের জেরে এখন মেগা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। নাসের হুসেন বলছেন, ‘জাতীয় দলে কি এখনও ফিরতে পারে ধোনি? আমি যতটুকু ধোনিকে দেখেছি, তাতে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে ধোনির।’’

গত বিশ্বকাপে ধোনিকে নিয়ে কম সমালোচনা হয়নি। প্রয়োজনের সময়ে রানের গতি বাড়াতে পারেননি তিনি। হুসেনও ধোনির দুর্বলতা প্রসঙ্গে বলেছেন, ‘বিশ্বকাপে একবার-দু’বার ভুলই করেছে ধোনি। রান তাড়া করতে নেমে গতি বাড়াতে পারেনি এমএস। তবে এখনও সেরাটা দেওয়ার ক্ষমতা রয়েছে ধোনির। ফলে যারা ধোনির অবসর নিয়ে নানা কথা বলছেন, তারা সতর্ক থাকুন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন