পাবনার চাটমোহরে হাট-বাজারে উপচে পড়া ভীড়, উপজেলা প্রশাসন, পুলিশ হিমশিম খাচ্ছে জনসমাগম ঠেকাতে। সরকারি সকল নিষেধাজ্ঞা অমান্য করে এবং সামাজিক দূরত্ব বিধি নিষেধের তোয়াক্কা না করেই হাট বাজার বসছে। কোন কোন হাট রাত ১২টায় বসানোরও নজীর দেখা গেছে। উপজেলার হাট বাজার গুলিতে অসংখ্য মানুষের সমাগম ঘঠছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চাটমোহর উপজেলা প্রশাসন, পুলিশ মানুষের চলাচল নিয়স্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা ও লক ডাউন করার মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। উপজেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আতংক দেখা গেলেও সচেতনতা অনেক কম। পুলিশ দেখলেই মানুষ এলাকা শুন্য হয়, আবার পুলিশ চলে গেলে আগের অবস্থা বিরাজ করছে। উপজেলার সাপ্তাহিক হাটগুলি নিয়মিতই বসছে। গত রবিবারে উপজেলার সবচেয়ে বড় হাট অমৃতকুন্ডা (রেলবাজার) ভোর ৫টা হতে জমজমাট বসে। হৈ হুল্লোড়সহ সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। শুক্রবার দিবাগত রাত ১০টায় ছাইকোলায় রসুন হাট বসে, পুলিশ গিয়ে হাট বন্ধ করলেও আবার রাত সাড়ে ১২টায় বসে। শনিবার সকাল হতে বিচ্ছিন্ন ভাবে হাটে কেনাবেচা হয়। আজও হরিপুরে ভোরে রসুন হাটটিও জমজমাট বসে। একই অবস্থা ছিল চাটামোহর পুরাতন ও নতুন বাজারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন