শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০, ১৪ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরোপা জিততে চায় চট্টগ্রাম আবাহনী

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আসন্ন জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (জেবি বিপিএল)’কে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অংশগ্রহণকারী ১২ দলের প্রস্তুতি ও লক্ষ্য জানাতে বৃহস্পতিবার থেকে ধারাবাহিক পরিক্রমা শুরু করেছে। প্রথম দিন শেখ জামাল ধানমন্ডি, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমকে জানায়। এ ধারাবাহিকতায় গতকাল বিকালে বাফুফে ভবনে আরো চার ক্লাব সাংবাদিকদের মুখোমুখী হয়। এগুলো হলো- ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, টিম বিজেএমসি ও ফেনী সকার ক্লাব। আগামী ২৪ জুলাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের নবম আসরের। ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ এ আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ভালোই হয়েছে বলে মনে করেন মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, বিজেএমসি ও ফেনী সকারের কর্মকর্তারা। এই চার ক্লাবের মধ্যে তিনটির লক্ষ্য হচ্ছে লিগে চ্যাম্পিয়ন ফাইট দেয়া নয়, ভালো অবস্থানে থাকা। কিন্তু চট্টগ্রাম আবাহনী চায় শিরোপা জিতে ইতিহাস গড়তে। লক্ষ্যপূরণে তারা নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দেবে বলে কাল সংবাদ সম্মেলনে জানায়। চার দলের লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে লিখেছেন -জাহেদ খোকন
চট্টগ্রাম আবাহনী
এবার মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে চট্টগ্রাম আবাহনী। কিন্তু পরের আসর ফেডারেশন কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। এই টুর্নামেন্টের গ্রæপপর্ব থেকেই বিদায় নেয় তারকা সমৃদ্ধ চট্টগ্রামের দলটি। তবে এবার লিগ চ্যাম্পিয়ন হয়ে আবারো ইতিহাসের অংশ হতে চায় তারা। সংবাদ মাধ্যমকে এমনটাই জানান চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী। সেøাভাকিয়ান কোচ জোসেফ পাভলিক দলের সঙ্গে অনুশীলনে চট্টগ্রামে থাকায় তার পরিবর্তে ম্যানেজার শাকিল কাল সংবাদ সম্মেলনে অংশ নেন। আসন্ন লিগে লক্ষ্য প্রসঙ্গে শাকিল বলেন, ‘এবারের লিগে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সব কিছু ঠিক থাকলে অবশ্যই আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারব।’ শাকিলের উল্টো সুরে কথা বলেন জাতীয় দল এবং চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। তিনি বলেন, ‘ফেডারেশন কাপের গ্রæপপর্ব থেকে বিদায় নেয়াটা আমাদের জন্য বড় ক্ষতি ছিলো। ক্লাব কর্মকর্তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি। ফেডারেশন কাপের ভুল থেকে শিক্ষা নিয়ে লিগে ভালো কিছু করার চেষ্ট করব। চ্যাম্পিয়নশিপ এনে দেয়া খুব সহজ হবে না। কারণ লিগে ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ রাসেল এবং শেখ জামালের মতো বড় দল রয়েছে।’ ভেন্যু প্রসঙ্গে মামুনুল বলেন, ‘দেশের বিভিন্ন ভেন্যুতে খেলা হওয়ায় দর্শকরা মাঠে আসার সুযোগ পাবে। দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলার মজাই আলাদা। যদিও খেলোয়াড় হিসেবে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে জার্নি একটু কষ্ট হবে। তবে বিমানযোগে ৪৫ মিনিটে যাত্রা মনে হয় না খুব বেশি কষ্ট হবে। আর কষ্ট হলেও এটা আমরা মানতে রাজি।’
টিম বিজেএমসি
এবার ফেডারেশন কাপে দুর্দান্ত খেলেছে টিম বিজেএমসি। টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা হয়েছিলো তাদের। ফেডারেশন কাপের এমন পারফরম্যান্সই লিগে ভালো করার প্রেরণা যোগাচ্ছে। আসন্ন বিপিএল প্রসঙ্গে দলটির কোচ সাইদুল ইসলাম বলেন, ‘লিগকে সামনে রেখে আমাদের প্রস্তুতি বেশ ভালোই হচ্ছে। আশাকরি লিগে ভালো করবে আমার দল। গেল আসরে আমরা সপ্তমস্থানে থেকে লিগ শেষ করেছি। এবার আমাদের লক্ষ্য আরেকটু ওপরে। স্থানীয় ও বিদেশী খেলোয়াড়ের সমন্বয়ে আমাদের দলটি বেশ ভালোই। কিংসলে ইনজুরিতে ছিল। সে লিগের আগেই সম্পূর্ণ সেরে ওঠবে।’ অধিনায়ক আরিফুজ্জামান হিমেল বলেন, ‘আমাদের অনুশীলন ভালো হচ্ছে। দুইবেলার কঠোর অনুশীলন হচ্ছে। স্বাধীনতা কাপ এবং ফেডারশন কাপে আমরা যে ভুলগুলো করেছি লিগে তা না করার চেষ্টা করব এবং অবশ্যই দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া লক্ষ্য থাকবে।’
ফেনী সকার ক্লাব
বিপিএলের গেল আসরে রেলিগেশনের চোখরাঙানি ছিল ফেনী সকার ক্লাবের সামনে। কিন্তু শেষদিকে দু’তিনটি ম্যাচে ভালো খেলে ১১ দলের মধ্যে পয়েন্ট টেবিলের অষ্টমস্থানে থেকে লিগ শেষ করে তারা। এবার তাদের লক্ষ্য আরো ভালো করা। যদিও অন্য দলের চেয়ে বেশ দেরিতে অনুশীলন শুরু করেছে তারা। ঈদের ছুটির পর গত পরশু থেকে অনুশীলনে নেমেছে সকার ক্লাবের ফুটবলাররা। এবারের লিগে দলের লক্ষের কথা জানান কোচ লাডি বাবা লোলা। তিনি বলেন, ‘অনুশীলন দেরিতে শুরু হলেও লিগে আশাকরি এর প্রভাব পড়বে না। ছেলেরা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত আছে। লিগে এক-দুই নম্বরে থাকাই আমার লক্ষ্য।’ লাডি বাবা লোলা তালিকার এক কিংবা দুই নম্বরে থেকে লিগ শেষ করার কথা বললেও অধিনায়ক আকবর হোসেন রিদন পাঁচ-ছয় নম্বরে থেকে লিগ শেষ করার কথা বলেছেন। রিদন বলেন, ‘অন্য দলগুলোর চেয়ে একটু দেরিতে আমরা অনুশীলন শুরু করেছি এটা ঠিক। কিন্তু আমাদের দল খারাপ না। স্থানীয় ও ভালো মানের বিদেশীদের সমন্বয়ে এবার শক্ত একটি দল গড়েছি আমরা। পাঁচ-ছয় বছর ধরে এই ক্লাবে খেলছেন এমন খেলোয়াড়ও আছে। আশাকরি মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে লিগে আমরা ভালো কিছু করব।’
ঢাকা মোহামেডান
বিপিএলের আটটি আসর ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু এখনো শিরোপার মুখ দেখেনি ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। দেশের ফুটবলে পেশাদারিত্ব আসার পর লিগের প্রথম তিন আসরে দ্বিতীয়স্থানে থাকলেও পরের বাকি পাঁচ আসরে সাদা-কালোদের পারফরম্যান্স ছিলো নিম্নমুখী। এই সময়ের মধ্যে কখনো তারা তালিকার তৃতীয়, কখনো চতুর্থ আবার কোন আসরে পঞ্চমস্থানে থেকে লিগ শেষ করেছে। সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে লিগের পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে ছিল মোহামেডান। এবারও তারা শিরোপার স্বপ্ন দেখছে না। আগের অবস্থানই ধরে রাখতে চায় মতিঝিলের দলটি। বেশ ক’বছর ভালোমানের দল গড়তে না পারায় ঐতিহ্যবাহীরা যে সাফল্যহীন এটা অকপটেই স্বীকার করেছেন মোহামেডানের হেড কোচ কাজী জসিমউদ্দিন আহমেদ জোসি। আসন্ন লিগে দলের লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে জোসি বলেন, ‘এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পারিনি আমরা। তবে লিগে ভালো খেলে সবার মন জয় করার চেষ্টা করবে আমার দল। শীর্ষ তিনে থেকে লিগ শেষ করতে পারলেই আমি খুশি।’ কোচের কথায় সুর মেলালেন মোহামেডান অধিনায়ক ইসমাঈল বাঙ্গুরা। তিনি বলেন ‘দলের অনুশীলন ভালো হচ্ছে। দুই বেলা কঠোর অনুশীলন করছি আমরা। প্রত্যাশা করছি লিগে ভালো কিছু করতে পারবো। চলতি মৌসুমে আমরা স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে ভালো খেলতে পারিনি। তবে লিগে চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন